এসএ পরিবহনের গাড়ি থেকে ৬১‌ বস্তা ভারতীয় শাড়ি জব্দ

এসএ পরিবহনের গাড়ির ভেতর ছিল ৬১‌ বস্তা ভারতীয় শাড়ি। ছবি: স্টার

কুরিয়ার সার্ভিস এসএ পরিবহনের গাড়ি থেকে ৬১‌ বস্তা ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নেতৃত্বে গঠিত টাস্কফোর্স।

আজ মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইব্রাহিমপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে এসব শাড়ি জব্দ করা হয়। 

টাস্কফোর্সের নেতৃত্বদানকারী বিজয়নগর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান খান শাওন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'বিজিবির ব্রাহ্মণবাড়িয়ার অবকাশ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এসএ পরিবহনের ট্রাকটিকে আটক করে। ট্রাকের চালকসহ সংশ্লিষ্টরা এসব মালামাল সিলেটের আদালত কর্তৃক নিলামকৃত বলে দাবি করেন। প্রমাণ হিসেবে তারা এসএ পরিবহনের কিছু কাগজপত্র দেখান। পরে টাস্কফোর্সের সদস্যরা এসব কাগজপত্র যাচাই-বাছাই করে জানতে পারেন যে, গাড়িতে বোঝাইকৃত মালামাল নিলামে কেনা নয়। এ বিষয়ে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিলামের মালামাল প্রমাণের কোনো কাগজপত্র পাওয়া যায়নি। পরে বিজিবি সদস্যরা ট্রাকটিতে রাখা ৬১ বস্তা ভারতীয় শাড়ি জব্দ করেন। বিজয়নগর থানার পুলিশ সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।' 

এ বিষয়ে বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আরমান আরিফ ডেইলি স্টারকে বলেন, 'কুরিয়ার সার্ভিসের কাগজপত্রে ৬১টি বস্তার কথা উল্লেখ রয়েছে। চালানের কাগজপত্রে এক হাজার ৮০৩ পিস শাড়ির কথা উল্লেখ আছে। তবে প্রকৃতপক্ষে বস্তাগুলোতে কী পরিমাণ শাড়ি রয়েছে, তা গোনার পর জানানো হবে।' 

অভিযানকালে উপস্থিত বিজয়নগর থানার উপপরিদর্শক গিয়াসউদ্দিন ডেইলি স্টারকে বলেন, 'এসএ পরিবহনের ট্রাকসহ জব্দকৃত ভারতীয় শাড়ি বিজিবি সদস্যরা তাদের ক্যাম্পে নিয়ে গেছেন। গণনার পর সেগুলো কাস্টমস বিভাগে জমা করা হবে।'

Comments

The Daily Star  | English

Govt dissolves NBR as per IMF proposal

An ordinance published last night disbands NBR and creates two new divisions

3h ago