র‍্যাব হেফাজতে সুলতানার মৃত্যুর তদন্ত প্রতিবেদনে সুস্পষ্ট তথ্য নেই: হাইকোর্ট

রুলের শুনানির জন্য আগামী ২৯ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
সুলতানা জেসমিন
সুলতানা জেসমিন। ফাইল ছবি: সংগৃহীত

নওগাঁর সুলতানা জেসমিনের আটক ও র‍্যাব হেফাজতে মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদনে সুস্পষ্ট তথ্য নেই বলেছে হাইকোর্ট।

তবে আদালত ওই প্রতিবেদনের বিস্তারিত কিছু জানায়নি।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ বিষয়ে রুলের শুনানির জন্য আগামী ২৯ নভেম্বর দিন ধার্য করেছেন।

সরকার গঠিত তদন্ত কমিটি গত ১৭ আগস্ট হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদন জমা দেয়।

এর আগে র‌্যাব কর্মকর্তাদের সুলতানাকে বিনা মামলায় আটক কেন বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে গত ৫ এপ্রিল রুল জারি করে হাইকোর্ট।

রুলে সুলতানাকে তুলে নেওয়া র‌্যাব সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কারণ দর্শাতে বলেছেন আদালত।

সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিকের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

গত ৫ এপ্রিল হেফাজতে সুলতানাকে আটক ও মৃত্যুর ঘটনা তদন্ত করতে নওগাঁর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা জজ কর্তৃক মনোনীত একজন বিচার বিভাগীয় কর্মকর্তাসহ একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দেন হাইকোর্ট।

তদন্তে স্বচ্ছতা ও নিরপেক্ষতার স্বার্থে সুলতানাকে তুলে নেওয়ার সঙ্গে জড়িত র‌্যাব কর্মকর্তাদের প্রত্যাহার করে র‌্যাব সদর দপ্তরে সংযুক্ত করারও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

তদন্ত কমিটিকে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়েছে।

নওগাঁর একটি ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসের কর্মচারী সুলতানা গত ২৪ মার্চ মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হয়ে র‌্যাব-৫ এর হেফাজতে মারা যান।

 

Comments