অপরাধ ও বিচার

নাইকো দুর্নীতি মামলা: কানাডিয়ান দুই পুলিশকে সাক্ষ্য দিতে সমন

সমন জারির আদেশ চেয়ে দুদক আবেদন করলে বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন।
খালেদা জিয়া
কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালে খালেদা জিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। ফাইল ছবি

নাইকো দুর্নীতি মামলায় রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের দুই কর্মকর্তাকে আগামী ৩০ অক্টোবর সাক্ষী হিসেবে আদালতে হাজির হতে সমন জারি করেছেন আদালত।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, সাক্ষীরা হলেন কেলভিন ডুগান ও লয়েড শোয়েপ।

সমন জারির আদেশ চেয়ে দুদক আবেদন করলে বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন।

বিচারক দুদককে সেন্ট্রাল অথরিটির মাধ্যমে তাদের ঠিকানায় সমন পাঠাতে বলেন।

আজ মামলার অভিযোগকারী দুদকের উপ-পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলমকে জেরা করা হয়েছে।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর নাইকো দুর্নীতি মামলায় ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) একজন কর্মকর্তা এবং রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের দুই কর্মকর্তাকে আদালতে হাজির করার অনুমতি দেন বিচারক।

গত ১২ সেপ্টেম্বর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেয়া হয়।

এর আগে খালেদা জিয়াকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল এবং তার অনুপস্থিতিতে আদালতে তার প্রতিনিধিত্ব করেন আইনজীবী জিয়াউদ্দিন জিয়া।

খালেদা জিয়া বর্তমানে অসুস্থ এবং এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

সরকারের নির্বাহী আদেশে তিনি কারাগার থেকে মুক্তি পান।

একই আদালত গত ১৯ মার্চ খালেদা জিয়াসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

অপর আসামিরা হলেন- জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব ইউসুফ হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন এবং ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া। তারা এখন জামিনে আছেন এবং আজ আদালতে উপস্থিত ছিলেন।

অপর তিনজনের মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী পলাতক রয়েছেন

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালীন কানাডিয়ান কোম্পানি নাইকোকে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য ক্ষমতার অপব্যবহারের অভিযোগে খালেদা জিয়াসহ অন্যদের বিরুদ্ধে ২০০৭ সালের ডিসেম্বরে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি করে।

সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা এ কে এম মোশাররফ হোসেন ও সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদসহ মামলার তিন আসামি মারা গেছেন। মামলার অভিযোগ থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে।

Comments