অপরাধ ও বিচার

মির্জা ফখরুলের জামিন শুনানি আজ

মামলাগুলোর মধ্যে ছয়টি পল্টন ও তিনটি রমনা থানায় দায়ের করা।
মির্জা ফখরুলের জামিন শুনানি আজ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৯ অক্টোবর কারাগারে নেওয়া হয়। ফাইল ছবি

গত ২৮ অক্টোবরের ঘটনায় করা নয়টি মামলায় আজ মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার দেখানোর পর তার জামিন আবেদনের শুনানি হবে।

মামলাগুলোর মধ্যে ছয়টি পল্টন ও তিনটি রমনা থানায় দায়ের করা।

আজ দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুলতান সোহাগ উদ্দীনের আদালতে মির্জা ফখরুলের জামিন আবেদনের শুনানি হবে।

আদালত থেকে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানিয়েছেন, বর্তমানে মির্জা ফখরুলকে কোর্টহাজতে রাখা হয়েছে।

এর আগে প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় মির্জা ফখরুলের জামিন সংক্রান্ত রুলের শুনানি গত ৩ জানুয়ারি এই সপ্তাহ পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।

ফখরুলের আইনজীবী ওয়ালিউর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের হাইকোর্ট বেঞ্চ ওইদিন এই আদেশ দেন।

ওইদিন বিএনপি সমর্থিত কোনো সিনিয়র আইনজীবী ফখরুলের পক্ষে হাইকোর্ট বেঞ্চে হাজির হননি। কারণ বিভিন্ন দাবিতে ১ জানুয়ারি থেকে সারাদেশে তারা আদালত বয়কট পালন করছেন।

গত ৭ ডিসেম্বর হাইকোর্ট বেঞ্চ এ মামলায় ফখরুলকে কেন জামিন দেওয়া হবে না, তা সাত দিনের মধ্যে জানতে চেয়ে রুল জারি করেন।

গত ৩ ডিসেম্বর ফখরুল তার আইনজীবীদের মাধ্যমে হাইকোর্টে জামিনের আবেদন জানিয়ে বলেন, তিনি কোনোভাবেই প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুরের সঙ্গে জড়িত নন।

নিজেকে একজন বয়স্ক ব্যক্তি উল্লেখ করে হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন বলেও জানান তিনি।

গত ২৯ অক্টোবর রমনা থানায় দায়ের করা মামলায় ফখরুলকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে বিএনপি জ্যেষ্ঠ এই নেতা কারাগারে বন্দি।

গত ২২ নভেম্বর ঢাকার একটি আদালত এ মামলায় তাকে জামিন নামঞ্জুর করেন।

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার সময় প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুর করা হয়। আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল বিএনপি।

Comments

The Daily Star  | English

Cut some luxuries to focus on worker welfare, PM tells factory, mill owners

On the occasion of May Day, Prime Minister Sheikh Hasina asked owners of mills and factories to cut some luxuries in their lives to pay special attention to labourers' welfare

40m ago