কেএনএফ সন্দেহে রুমায় ৩ নারী গ্রেপ্তার

গ্রেপ্তারের পর আজ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Arrest_2
স্টার গ্রাফিক্স

সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে সংশ্লিষ্টতা সন্দেহে বান্দরবানের রুমা থেকে তিন নারীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তারা হলেন-রুমা ইউপির গির্জাপাড়ার বাসিন্দা লাল রুয়াত ফেল বম (২০), লাল নুন পুই বম (১৯) ও লাল এং কল বম (২৬)।

গ্রেপ্তারের পর আজ সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বান্দরবান আদালত পুলিশের জিআরও বিশ্বজিৎ সিংহ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতা সন্দেহে তাদের রুমায় অস্ত্র লুটের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।' 

ওই তিন নারীর সঙ্গে কারাগারে তাদের চার শিশু সন্তানও আছে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বান্দরবান কারাগারের জেলার মোহাম্মদ জাহিদুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'কারাগারে চাইল্ড কেয়ার সেন্টার আছে। যৌথ বাহিনীর অভিযানে রুমা থেকে আসা তিন নারীর বাচ্চারাও এই সুবিধা পাচ্ছে।'

পুলিশ জানায়, শনিবার রাতে রুমার গির্জাপাড়া থেকে তাদের গ্রেপ্তার করে যৌথ বাহিনীর সদস্যরা। পরে রুমা থানায় আইনি প্রক্রিয়া শেষে বান্দরবান সদর থানায় নেওয়া হয় ও আজ আদালতে তোলা হয়।

Comments