এমপি আনার হত্যা: ঢাকায় আসছেন ২ ভারতীয় পুলিশ

তার মরদেহ এখনো উদ্ধার করতে পারেনি ভারতীয় পুলিশ।
এমপি আনার হত্যার ফরেনসিক রিপোর্ট
আনোয়ারুল আজীম আনার। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার তদন্তে ঢাকায় আসছে ভারতীয় পুলিশের একটি দল।

গোয়েন্দা পুলিশের একটি সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, ভারতীয় পুলিশের দুই সদস্য তথ্য আদান-প্রদান, কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে এবং এই মামলায় গ্রেপ্তার সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করতে আজ বৃহস্পতিবার ঢাকায় আসবেন।

গত সপ্তাহে কলকাতায় নিখোঁজ হওয়া আনোয়ারুল আজীম আনারকে হত্যা করা হয়েছে।

এই হত্যাকাণ্ডের সঙ্গে বাংলাদেশিরা জড়িত বলে জানিয়েছে বাংলাদেশ সরকার।

তবে, তার মরদেহ এখনো উদ্ধার করতে পারেনি ভারতীয় পুলিশ।

এই ঘটনায় ঢাকা থেকে পুলিশ সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে।

বাংলাদেশের গোয়েন্দা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, আজিম ও মোহাম্মদ আক্তারুজ্জামান ওরফে শাহীন নামে এক বাংলাদেশি-মার্কিন নাগরিক সম্ভবত কলকাতায় অবৈধ স্বর্ণের ব্যবসা চালাচ্ছিলেন।

সূত্র জানায়, সম্প্রতি ব্যবসায়িক বিষয় নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য হয় এবং আজিমকে হত্যার জন্য মঙ্গলবার রাতে ঢাকায় গ্রেপ্তার হওয়া আমানউল্লাহ নামে এক ব্যক্তিকে আক্তারুজ্জামান ভাড়া করেন বলে প্রমাণ পাওয়া গেছে।

এরপর মুস্তাফিজুর ও ফয়সাল নামে আরও দুজনকে এই কাজ দেন আমানউল্লাহ।

গতকাল তাদেরও গ্রেপ্তার করা হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

Comments

The Daily Star  | English

‘Will implement Teesta project with help from India’

Prime Minister Sheikh Hasina has said her government will implement the Teesta project with assistance from India and it has got assurances from the neighbouring country in this regard.

5h ago