বিদেশ থেকে মেইল, বোট ক্লাবের সভাপতির দায়িত্ব ছাড়লেন বেনজীর

মেইলে তিনি উল্লেখ করেছেন যে দেশের বাইরে আছেন। তবে, কোন দেশে আছেন তা উল্লেখ করা হয়নি সেখানে।
বেনজীর আহমেদ। ছবি: সংগৃহীত

সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ সম্প্রতি একটি ইমেইলের মাধ্যমে 'সাময়িক অনুপস্থিতি'র কারণে ঢাকা বোট ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করতে পারছেন না বলে জানিয়েছেন।

মেইলে তিনি উল্লেখ করেছেন যে দেশের বাইরে আছেন। তবে, কোন দেশে আছেন তা উল্লেখ করা হয়নি সেখানে।

গত ১৩ জুন তিনি ইমেইলটি পাঠান বোট ক্লাবের সদস্য (প্রশাসন) বখতিয়ার আহমেদ খানকে।

সেখানে তিনি লিখেছিলেন, জরুরি কাজে পরিবারের সঙ্গে তিনি দেশের বাইরে আছেন, যে কারণে ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করতে পারছেন না। তার এই অনুপস্থিতি 'অনির্দিষ্টকালে'র জন্য হতে পারে।

বেনজীর তার অবর্তমানে এবং 'ক্লাব সভাপতির দায়িত্ব পুনরায় না নেওয়া পর্যন্ত' বোট ক্লাবের উপদেষ্টা রুবেল আজিজকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়ার জন্য অনুরোধ করেছেন।

দ্য ডেইলি স্টারকে বখতিয়ার আহমেদ খান বলেন, 'বেনজীর আহমেদ আমাকে ইমেইল করেছেন। তিনি দেশের বাইরে অবস্থান করছেন বিধায় রুবেল আজিজকে সভাপতির দায়িত্ব পালন করতে বলেছেন।'

ক্লাবের নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক নিজামুল হক ভূঁইয়াও বিষয়টি নিশ্চিত করেছেন।

রুবেল আজিজ বোট ক্লাবের সাবেক সভাপতি। তিনি পারটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।

বেনজীর ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে গত ১৮ এপ্রিল তদন্ত শুরু করে দুদক।

ইমিগ্রেশন পুলিশের বরাত দিয়ে দ্য ডেইলি স্টারে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বেনজীর ও তার পরিবারের সদস্যরা গত ৪ মে রাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুরে চলে যান।

যদিও বেশ কয়েকজন মন্ত্রীসহ সরকারি কর্তৃপক্ষ বলেছে, তারা জানে না যে বেনজীর কোথায় আছেন।

 

Comments