কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতার আঙুল কর্তন
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকারের বাম হাতের বৃদ্ধাঙ্গুলি কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
রোববার দুপুরে দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর বাজারে এই হামলা হয় দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন লিটন সরকারের ছোট ভাই সারোয়ার সরকার।
তিনি জানান, দুপুরে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে সবজি কেনার সময় পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে লিটনের ওপর হামলা করা হয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। তাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নয়ন মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। কাউসার নামে এক ব্যক্তি হামলায় জড়িত। আমরা তাকে ধরার চেষ্টা করছি।
Comments