আবরারের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়, হাইকোর্টের রুল

আবরারের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার জন্য দায়ীদের খুঁজে বের করতে একটি তদন্ত কমিশন গঠনেরও নির্দেশ দিয়েছেন আদালত।
abrar_4_0.jpg
আবরার ফাহাদ। ছবি: সংগৃহীত

ছাত্রলীগের নির্যাতনে হত্যার শিকার বুয়েটশিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারকে কেন ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হবে না, জানতে চেয়ে একটি রুল জারি করেছেন হাইকোর্ট।

একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বুয়েটের কর্তৃপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রঞ্জীব দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের ইলেকট্রিক অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে দড়ি ও ক্রিকেট স্টাম্প দিয়ে মারধর করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। ৭ অক্টোবর ভোরে আবরারের মরদেহ উদ্ধার করা হয়। পরে আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে রাজধানীর চকবাজার থানায় বুয়েট শাখার ছাত্রলীগের ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা করেন।

২০২১ সালের ৮ ডিসেম্বর এ মামলায় বুয়েটের ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত। 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, 'ক্যাম্পাসে আবরারের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার জন্য দায়ীদের খুঁজে বের করতে একটি তদন্ত কমিশন গঠনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশ দিয়েছেন আদালত।'

২০১৯ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহিন আলম রিটটি করেছিলেন। আজ রিটের শুনানিকালে আবেদনকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. মাহবুব মোর্শেদ।

 

Comments