গুমের অভিযোগে র‍্যাবের সাবেক ২ কর্মকর্তাকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে

র‍্যাবের দুই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে আওয়ামী লীগের শাসনামলে গুম ও নির্যাতনের অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ সেই সূত্রে তাদেরকে ট্রাইব্যুনালের সামনে হাজির করা হবে।

তারা হলেন, রাঙ্গামাটি ট্রেনিং সেন্টারের সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।

বৃহস্পতিবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর গাজী এম এইচ তামিম গণমাধ্যমকে জানান, ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে র‍্যাবের ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

তিনি আরও বলেন, 'আগে ট্রাইব্যুনালের আইনে কনফাইনমেন্ট, টর্চার ও অ্যাবডাকশন মিলিয়ে গুমের ব্যাখ্যা ছিল। কিন্তু ২০২৪ সালের অ্যামেন্ডমেন্টে ট্রাইব্যুনাল আইনে ফোর্সফুল ডিসঅ্যাপিয়ারেন্সের সংযুক্তির মাধ্যমে সরাসরি গুমকে অপরাধ গণ্য করা হয়েছে।'

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জোবায়ের হত্যার সঙ্গে জড়িতের অভিযোগে মহিউদ্দিন ফারুকী ও আলেপ উদ্দিনকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানার পুলিশ।  

 

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

10h ago