সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দের নির্দেশ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ছবি: সংগৃহীত

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার সংশ্লিষ্টদের ১০২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও  ৪৬ কোটি ৫৬ লাখ টাকা মূল্যের ৯৫৭ বিঘা জমি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রোববার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এ আদেশ দেন।

স্থাবর এই ৯৫৭ একর জমি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত।

সাইফুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তকারী দুদকের উপপরিচালক মো. মাহফুজ ইকবাল আজ আদালতে তার সম্পদ জব্দের আদেশ চেয়ে আবেদন করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর আবেদনটি আদালতে উপস্থাপন করেন।

আবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী, তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ তদন্তের জন্য ৭ সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে।

তদন্তকালে যৌথ মূলধন কোম্পানি অধিদপ্তর এবং তাদের সংস্থাগুলো থেকে সাইফুজ্জামানের শেয়ার সম্পর্কিত তথ্য পাওয়া গেছে। এই পরিস্থিতিতে প্রশ্নবিদ্ধ শেয়ারগুলো জব্দ করার জন্য একটি আদেশ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনে আরও বলা হয়, সাইফুজ্জামানের স্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে। তাই, এ সম্পদ হস্তান্তর ঠেকাতে আদেশ প্রয়োজন।

এর আগে একই আদালত সাইফুজ্জামানের ৩৯টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার আদেশ দেন।

Comments

The Daily Star  | English

Sada Pathor: Sylhet’s iconic white-stone landmark stripped bare

Today, large swathes of the riverbed resemble a ravaged quarry, scarred with pits and mud, with the iconic white boulders almost entirely gone.

1h ago