চট্টগ্রাম

১০ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

Child rape logo
স্টার অনলাইন গ্রাফিক্স

সারাদেশে ধর্ষণের বিরুদ্ধে অব্যাহত বিক্ষোভ-প্রতিবাদের মধ্যেই চট্টগ্রাম শহরের কোতোয়ালী এলাকায় মেয়েকে ধর্ষণের অভিযোগে ৫২ বছর বয়সী এক বাবাকে আটক করেছে।

পুলিশ জানায়, ১০ বছর বয়সী মেয়েটিকে রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আটককৃত ব্যক্তি শহরের একটি ভবনে নিরাপত্তা প্রহরীর কাজ করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, '৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করেছে।'

তিনি বলেন, 'শিশুটির মা পোশাক শ্রমিক। মা কাজে যাওয়ার পর শিশুটির বাবা এর আগেও তাকে কয়েকবার ধর্ষণ করেছে।'

তিনি আরও বলেন, 'শিশুটি মাকে বিষয়টি জানালে তিনি প্রমাণ সংগ্রহ করতে বলেন। তারপরই শিশুটি প্রমাণ ৯৯৯ নম্বরে কল দিয়ে জানালে আমরা তাকে অবিলম্বে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠাই এবং অভিযুক্তকে আটক করি।'

এ ঘটনায় মামলা হবে বলে তিনি জানান।

Comments