বাড্ডায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

রাজধানীর বাড্ডায় স্থানীয় এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার দিবাগত রাত ১০টা ৬ মিনিটে বাড্ডার গুদারাঘাট এলাকার ৪ নম্বর সড়কে এই ঘটনা ঘটে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত কামরুল আহসান সাধন (৫২) বিএনপির গুলশান থানার যুগ্ম আহ্বায়ক ছিলেন।
বাড্ডা থানার উপপরিদর্শক মেহেদি হাসান জানান, বিএনপি নেতা সাধন সড়কের পাশে চেয়ারে বসে আরও দুই-তিনজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় পেছন থেকে অজ্ঞাত দুইজন হেঁটে এসে সাধনকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সাধন স্থানীয় ক্যাবল টিভি ও ইন্টারনেট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
ওসি জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন।
তিনি বলেন, 'দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।'
সাধনকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
Comments