বেনাপোলে আ. লীগের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী লিটনের ওপর হামলার অভিযোগ

বেনাপোল
বেনাপোলের ছোট আচড়া গ্রামে এ হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছবি: সংগৃহীত

বেনাপোলে যশোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটনের ওপর হামলার ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার সকালে বেনাপোলের ছোট আচড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

নির্বাচনী প্রচারণার সময় নৌকা প্রার্থীর সমর্থকরা এ হামলা চালায় বলে অভিযোগ লিটনের।

হামলায় তার অন্তত ১০ কর্মী-সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে। 

সাংবাদিকদের লিটন বলেন, 'ভোটাররা আমাকে ভোট দিতে চায়। কিন্তু যেন তারা ভোটকেন্দ্রে না যায়, সেজন্য এখন থেকেই তাদের হুমকি-ধামকি দিচ্ছে নৌকার প্রার্থীর লোকজন। এর জেরেই আজা আমাদের প্রচারণার সময় তারা হামলা করে।'

'হামলার সময় আমি একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেই। তারা আমাদের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে,' যোগ করেন তিনি।

হামলার বিষয়ে জানতে এ আসনের আওয়ামী লীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য শেখ আফিলের সমর্থক বেনাপোল ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুস সাত্তারের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি হামলার বিষয়টি এড়িয়ে যান।

দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। আমরা ভবিষ্যতে আরও সতর্ক থাকব যেন এ ধরনের কিছু না ঘটে।'

জানতে চাইলে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত ডেইলি স্টারকে জানান, 'আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে স্বতন্ত্র প্রার্থী লিটনকে উদ্ধার করি। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ৩ জনকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।'

Comments

The Daily Star  | English
Hitu Sheikh sentenced to death in Magura child rape case

Magura child rape: Hitu Sheikh sentenced to death, 3 acquitted

The child went to visit her sister's house where she was raped on March 6

1h ago