আ. লীগ ২২২, স্বতন্ত্র ৬২ আসনে জয়ী: ইসি

জাতীয় পার্টি ১১ আসনে এবং জাসদ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি একটি করে আসনে জয়ী হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল
ইসির লোগো | সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২২২টি আসনে জয় লাভ করেছে।

আজ সোমবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন (ইসি) এ তথ্য জানিয়েছে।

এতে এবারের নির্বাচনে ঘোষিত ২৯৮ আসনের চূড়ান্ত বেসরকারি ফলাফল জানানো হয়েছে।

ফল অনুযায়ী, আওয়ামী লীগ জয়ী হয়েছে ২২২টি আসনে, জাতীয় পার্টি (জাপা) ১১ আসনে এবং জাসদ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি একটি করে আসনে জয়ী হয়েছে।

আর ৬২টি আসনে জয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থীরা

এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছিলেন, আওয়ামী লীগ ২২৩টি আসনে ও স্বতন্ত্র প্রার্থীরা ৬১টি আসনে জয়ী হয়েছে। এরপরে ইসি থেকে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়।

Comments