ভোটের আগের রাতে ১০ যানবাহন, ৭ স্থাপনায় আগুন

আগুনের খবর
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাত সন্ধ্যা ৬টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে ১৫টি আগুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগুনের এসব ঘটনায় ১০টি যানবাহন ও ৭টি স্থাপনা পুড়ে গেছে। 

ফায়ার সার্ভিস জানায়, এসব ঘটনার মধ্যে বরিশালে ২টি ও চট্টগ্রামে একটি বাসে আগুন দেওয়া হয়। এছাড়া ময়মনসিংহে একটি প্রাইভেট কারে, হবিগঞ্জে ২টি মোটরসাইকেলে, পিরোজপুরে একটি ট্রাকে আগুন দেওয়া হয়। ফেনীতে দুটি ও নেত্রকোনায় একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

অন্যদিকে ফেনী সদরে কমিশনার অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ময়মনসিংহ, লালমনিরহাট, কিশোরগঞ্জ এবং খুলনায় চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়। এছাড়াও বরিশালের বাকেরগঞ্জ নির্বাচনী ক্যাম্পে আগুনের ঘটনা ঘটেছে।  

এসব অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩০টি ইউনিট ও ১৫০ জন জনবল কাজ করে।

Comments

The Daily Star  | English
Bangladesh rubber imports rise 33 percent FY25

Rubber imports rose 33% last fiscal year

Import reliance grows as domestic rubber supply chain faces disruption

14h ago