ঢাকা ১৯: ফাঁকা কেন্দ্র অল্প ভোটার

ঢাকা ১৯
জেলাপরিষদ নিম্নমাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র। ছবি: সংগৃহীত

ঢাকা ১৯ (সাভার-আশুলিয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পাশাপাশি দলটির আরও দুই নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার ফলে এই আসনটি বেশ আলোচিত।

তবে আজ সকাল থেকে এই আসনের ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি খুবই কম দেখা গেছে।

ভোট শুরু থেকে বেলা ১১ টা পর্যন্ত সাভার পৌরসভার চাপাইন নিউ মডেল একাডেমি, রাজাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাজাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, জেলা পরিষদ নিম্নমাধ্যমিক বিদ্যালয়, সাভার সরকারী কলেজসহ অন্তত ১০ কেন্দ্র পরিদর্শন করে ভোটারদের কোনো সারি দেখা যায়নি।

এসব কেন্দ্রে বেলা ১০টা ভোট পরেছে ছয় থেকে আট শতাংশ।

সাভার সরকারী কলেজ কেন্দ্রের (পুরুষ) প্রিসাইডিং অফিসার জিল্লুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'কেন্দ্রে ভোটারের সংখ্যা দুই হাজার ২০৮। সাড়ে ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৭১টি।'

জেলা পরিষদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (পুরুষ) কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শামীম আল আল মামুন জানান, দুই হাজার ৭৭৪ ভোটারের মধ্যে সকাল ১০টা পর্যন্ত ১৯৩ ভোট পড়েছে।

জেলা পরিষদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (নারী) কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ফরিদ হোসেন বলেন, 'দুই হাজার ৫১৮ ভোটারের মধ্যে সকাল ১০টা পর্যন্ত ১০১ জন ভোট দিয়েছেন।'

মোহাম্মদ কোয়েল নামে এক ভোটার দ্য ডেইলি স্টারকে বলেন, 'সাভার সরকারী কলেজ কেন্দ্রে ভোট দিয়েছি। ভোটকেন্দ্রে ভোটার নেই বললেই চলে'।

ঢাকা-১৯ আসনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

পাশাপাশি এই আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদ ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

 

Comments

The Daily Star  | English
Army chief urges leadership reform in Bangladesh

Bangladesh belongs to all: Army Chief at Janmashtami rally in Dhaka

General Waker-Uz-Zaman says armed forces will stand by citizens to preserve harmony

24m ago