ফেনীর ৩টি আসনে ২৪ প্রার্থীর ২১ জন জামানত হারালেন

বিজয়ী ৩ জন ছাড়া বাকি ২১ জনই জামানত হারিয়েছেন।
ফেনীর ৩ আসনে জামানত হারালেন ২১ প্রার্থী
ইসির লোগো | সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী জেলায় ৩টি সংসদীয় আসনে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 

তাদের মধ্যে বিজয়ী ৩ জন ছাড়া বাকি ২১ জন জামানত হারিয়েছেন।

আজ সোমবার ফেনীর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার আনুষ্ঠানিকভাবে জেলার তিন আসনের ফল ঘোষণা করেন।

ফলাফলে দেখা গেছে, ফেনী-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ১ লাখ ৮২ হাজার ৭৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। 

জাতীয় পার্টির শাহরিয়ার ইকবাল ৪ হাজার ১৯৫ ভোট, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল হাসেম চৌধুরী ৩ হাজার ২৪ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কাজী মো. নুরুল আলম ২ হাজার ৫৬৪ ভোট, তৃণমূল বিএনপির মো. শাহজাহান সাজু এক হাজার ৪ ভোট ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মাহবুব মোরশেদ মজুমদার পেয়েছেন ৭৮৮ ভোট।

ফেনী-২ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী নিজাম উদ্দিন হাজারী। তিনি পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫৯৮ ভোট। জাতীয় পার্টির খোন্দকার নজরুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৮৫৮ ভোট, ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী এ এস এম আনোয়ারুল করিম ৪ হাজার ৪৮ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাওলানা নুরুল ইসলাম ১ হাজার ১৯০ ভোট, তৃণমূল বিএনপির আ ই ম আমজাদ হোসেন ভূঁঞা ৭০২ ভোট ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোহাম্মদ নুরুল আমিন ভূঁঞা পেয়েছেন ৪০৮ ভোট। এছাড়া, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ আবুল হোসেন এক হাজার ৭০৪ ভোট ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মোহাম্মদ হোসেন পেয়েছেন ৬২৭ ভোট।

ফেনী-৩ আসনে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী পেয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৭৬০ ভোট। স্বতন্ত্রদের মধ্যে ঈগল প্রতীকের প্রার্থী রহিম উল্যাহ পেয়েছেন ৯ হাজার ৬২৬ ভোট, ট্রাক প্রতীকে আবুল কাশেম আজাদ ৪ হাজার ৯২০ ভোট, কাঁচি প্রতীকে ইশতিয়াক আহমেদ সৈকত ৭০৯ ভোট, বাঁশি প্রতীকে রিন্টু আনোয়ার ১৭৩ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নিজাম উদ্দিন ৫০৫ ভোট, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের ৯৬৩ ভোট, তৃণমূল বিএনপির আজিম উদ্দিন আহমেদ ১ হাজার ৯৫৯ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের এবিএম জোবায়ের ইবনে সুফিয়ান পেয়েছেন ১৬১ ভোট এবং বাংলাশে সুপ্রিম পার্টির তবারক হোসেন পেয়েছেন ৭৮৯ ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোজাম্মেল হক ডেইলি স্টারকে জানান, প্রতিটি নির্বাচনী আসনের কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোট প্রদত্ত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তিনি জামানত ফেরত পাবেন না। 

এ হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ৫ জন, ফেনী-২ আসনে ৮ জন প্রার্থীর মধ্যে ৭ জন এবং ফেনী-৩ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে ৯ জন জামানত ফেরত পাবেন না।

Comments