জাতীয় নির্বাচনে অনূর্ধ্ব ১৫০ আসনে ইভিএমে ভোট: ইসি

আগামী জাতীয় নির্বাচনে অনূর্ধ্ব ১৫০ আসনে ইভিএম ব্যবহার করে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
ইভিএম
ফাইল ফটো

আগামী জাতীয় নির্বাচনে অনূর্ধ্ব ১৫০ আসনে ইভিএম ব্যবহার করে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আজকের নির্বাচন কমিশনের বৈঠকে জাতীয় নির্বাচনে অনূর্ধ্ব ১৫০ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। এই মুহূর্তে আমাদের ৭০-৭৫ আসনে ইভিএম ব্যবহার করে সক্ষমতা আছে।'

কমিশনের কাছে মোট দেড় লাখ ইভিএম মেশিন আছে উল্লেখ করে তিনি জানান, প্রয়োজনে আরও ইভিএম মেশিন কেনার ব্যবস্থা করা হবে।

'কোন কোন আসনে ইভিএম ব্যবহার করা হবে, তার সিদ্ধান্ত এখনো হয়নি। তফসিল ঘোষণার সময় তা জানিয়ে দেওয়া হবে,' বলেন তিনি।

বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধিতা সত্ত্বেও ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে, এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, 'সব রাজনৈতিক দলের পরামর্শ বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ সব নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

Comments