সাজেদা চৌধুরীর আসনে উপনির্বাচন ৫ নভেম্বর, ভোট ইভিএমে

দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোটার প্রায় ১২ কোটি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া ফরিদপুর-২ আসনে উপনির্বাচন হবে আগামী ৫ নভেম্বর। এই নির্বাচনে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

আজ সোমবার অষ্টম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ইসি সচিব জানান, এই উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১০ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ১২ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ অক্টোবর।

এই উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দাযিত্ব দেওয়া হয়েছে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে।

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গত ১১ সেপ্টেম্বর মারা যান। এরপর সংসদ সচিবালয় ১৩ সেপ্টেম্বর ফরিদপুর-২ সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে।

Comments

The Daily Star  | English

Bengal Group Chairman Morshed Alam arrested

Detective Branch of police arrested Bengal Group Chairman Morshed Alam in the capital last night.

6h ago