এনআইডি চলে গেলে চলে যাবে: সিইসি
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি ও সরবরাহের কাজ নির্বাচন কমিশনের কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, 'এনআইডি চলে গেলে চলে যাক, এটা নিয়ে আমরা মাথা ঘামাবো না।'
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, 'এনআইডি তৈরির দায়িত্ব এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যায়নি, নীতিগত অনুমোদন পেয়েছে মাত্র।'
তিনি বলেন, 'এটা আমাদের বিষয় না। এটা সরকার, সংসদ ও রাষ্ট্রের বিষয়। আমরা এটা নিয়ে মাথা ঘামাবো না। আমরা ভোটার তালিকা তৈরি করব। সেই স্বচ্ছ ভোটার তালিকা দিয়ে নির্বাচন হবে। এনআইডি নিয়ে আমরা মাথা ঘামাবো না।'
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, 'আমাদের নির্বাচন প্রক্রিয়ায় ভোটাররা যাতে ভোট দিতে পারেন, সেজন্য ভোটার তালিকা শুদ্ধ আছে কি না, যদি ইভিএমে ভোট হয় আঙ্গুলের ছাপ দিয়ে ভোট দিতে পারবে কি না, এগুলো আমাদের বিষয়।'
ভোটার তালিকার সঙ্গে এনআইডি সংযোগের কোনো প্রয়োজন নেই জানিয়ে তিনি বলেন, 'আমাদের ভোটার তালিকার বাই প্রোডাক্ট হচ্ছে এনআইডি। এনআইডির বাই প্রোডাক্ট কিন্তু ভোটার তালিকা নয়। আমি পেপারে পড়লাম, যে শিশুটির জন্ম হবে সেও এনআইডি পাবে। এখন সরকার যদি একটা উদ্যোগ নিয়ে থাকে, সেখানে আমাদের প্রশংসা করা দরকার। এখন যদি নির্বাচন নিয়ে যেতে চায়, তখন আমি রিঅ্যাক্ট করবো, কথা বলবো। এনআইডি চলে যাওয়ায় যদি নির্বাচন প্রক্রিয়া বিঘ্নিত হয় তখন আমরা দেখবো।'
২০০৬ সাল থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি ও সরবরাহের কাজ ছিল নির্বাচন কমিশনের।
গতকাল সোমবার জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২২ খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সেই অনুযায়ী এনআইডি তৈরি ও সরবরাহের কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যাচ্ছে।
Comments