অনিয়ম, সহিংসতা, গণ্ডগোলের সংবাদ আসেনি: সিইসি

কাজী হাবিবুল আউয়াল
কাজী হাবিবুল আউয়াল। ছবি: সংগৃহীত

'কোথাও থেকে কোনো অনিয়ম, সহিংসতা, গণ্ডগোলের সংবাদ আমাদের কাছে আসেনি। নির্বাচনটি সুন্দর ছিল। আমরা সন্তুষ্ট।'

দেশের ৫৭ জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে এমন মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ সোমবার দুপুর ২টার দিকে নির্বাচন কমিশনে তিনি আরও বলেন, 'সিসিটিভির মাধ্যমে নির্বাচন পরিচালনার বিষয়ে নতুন অভিজ্ঞতা হলো। আশা করি, এটি আগামীতে আরও ভালো, সুষ্ঠু, সুন্দর নির্বাচনের সুযোগ করে দেবে।'

এর আগে, সারা দেশে ৫৭ জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে।

এরপর, রিটার্নিং কর্মকর্তারা তাদের নিজ নিজ কার্যালয় থেকে ফলাফল ঘোষণা করবেন।

ইতোমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে বিএনপি অংশ না নিলেও ৩১ জেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিরোধীদের মোকাবিলা করছেন।

বিরোধীদের মধ্যে বেশ কয়েকজন জাতীয় পার্টির ও কয়েকটি ছোট দলের প্রার্থী রয়েছেন। তবে তাদের বিজয়ী হওয়ার সম্ভাবনা কম। কেননা, অধিকাংশ ভোটার ক্ষমতাসীন দলের সদস্য।

কেন্দ্রগুলোয় শান্তিপূর্ণ ভোটগ্রহণের সংবাদ জানা গেলেও নাটোরে আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে নাটোর-২ (সদর, নলডাঙা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে।

সকাল সোয়া ১১টার দিকে তাকে আচরণ বিধিমালা লঙ্ঘন করে দিঘাপতিয়া এম কে কলেজ ভোটকেন্দ্রে ঢুকতে দেখা যায়। সেখানে তিনি কিছুক্ষণ অবস্থানও করেন।

এ ছাড়াও, যেসব জেলায় চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সেসব জেলায় বেশ কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে।

 

Comments

The Daily Star  | English

Govt dissolves NBR as per IMF proposal

An ordinance published last night disbands NBR and creates two new divisions

3h ago