ব্রাহ্মণবাড়িয়া উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ‘নিখোঁজ’

হুমকি পাচ্ছিলেন লিখিতভাবে জানাননি আসিফ: ইসি আনিসুর

নির্বাচন কমিশনার আনিছুর রহমান। ফাইল ছবি। সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ নিখোঁজের প্রসঙ্গে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, তিনি লিখিতভাবে কিছু জানাননি। লিখিতভাবে না জানালে কমিশন কিছু করতে পারে না।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যলয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আনিছুর রহমান বলেন, 'আমি গণমাধ্যমে পড়েছি, তাকে হুমকি দেওয়া হচ্ছে। তার ওপর চাপ আছে। সেটা তো তিনি লিখিতভাবে জানাননি। লিখিতভাবে না জানালে আমি তো ব্যবস্থা নিতে পারবো না।'

তিনি আরও বলেন, 'এখন পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। যাদের বলার তাদের আমরা বলেছি।'

ভোটের আগে প্রার্থী নেই, এতে নির্বাচন বিতর্কিত হয়েছে মনে করছেন কি না জানতে চাইলে তিনি বলেন, 'আমাদের কাজ আমরা করে যাচ্ছি, ভোট গ্রহণের জন্য যা যা দরকার। কেউ যদি মনে করে বিতর্কিত সেটা তার নিজের বিষয়। আমাদের কিছু বলার নেই।'

'এটা যাদের দায়িত্ব তাদের বলা হয়েছে। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের সঙ্গে আলাপ হয়েছে। তাকে (আসিফ) লোকেট করামাত্র মিডিয়ার সামনে হাজির করবে,' বলেন তিনি।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা মিডিয়াতে দেখেছি একটা লোক নিখোঁজ হয়েছে। সেটাকে আমরা গুরুত্ব দিয়েছি। তার স্ত্রী যদি বলতো, সে নিখোঁজ হওয়ার আগে তাকে এভাবে এভাবে হুমকি দিয়েছে অমুক, তখন সেটা...কে কোথায়, কীভাবে কাকে...কোনো বেজ আছে? কোনো মেসেজ আছে? কাকে খুঁজবো, কোথায় খুঁজবো?'

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা আবু আসিফ আহমেদ ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের আশীর্বাদপুষ্ট নেতা উকিল আবদুস সাত্তারের একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী। গত শুক্রবার রাত থেকে তার 'খোঁজ পাওয়া যাচ্ছে না'।

Comments

The Daily Star  | English

Chinmoy Das granted HC bail

He is expected to be released from the jail following the HC order, unless the Appellate Division of the Supreme Court stays the HC verdict

47m ago