‘বড় রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না’

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দেশের বড় রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
‘নির্বাচনে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে সেমিনারে বক্তব্য রাখছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ছবি: স্টার

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দেশের বড় রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না।

আজ রোববার পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত 'নির্বাচনে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও চ্যালেঞ্জ' শীর্ষক সেমিনারে সেমিনারে এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে কাজী হাবিবুল আউয়াল বলেন, 'আমরা চাই একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে এবং সব বড় রাজনৈতিক দল যেন সেখানে অংশগ্রহণ করে সেটা প্রত্যাশা করি। বড় রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না।'

তিনি বলেন, 'অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সঠিক বোঝাপড়া থাকতে হবে। অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করছে নির্বাচন কমিশন। আমরা সব বড় রাজনৈতিক দলকে অনুরোধ করছি নিজেদের মধ্যে সঠিক বোঝাপড়া করে নেওয়ার জন্য, যাতে সবাই নির্বাচনে অংশ নেয়।'

তিনি আরও বলেন, 'কোনো ফাঁক-ফোকর থাকলে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে। বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ না করলে ভোটকেন্দ্রে কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকে না এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।'

'আমরা অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে রাজনৈতিক দল, রাজনৈতিক নেতাসহ সবার সহযোগিতা চাই। নির্বাচন কমিশন একা সবকিছু নিশ্চিত করতে পারবে না। এর জন্য প্রয়োজন সবার সহযোগিতা', যোগ করেন তিনি।

Comments