ভোটার উপস্থিতি নিশ্চিত করা কমিশনের দায়িত্ব নয়: ইসি আনিছুর

চট্টগ্রাম সার্কিট হাউসে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। ছবি: সংগৃহীত

নির্বাচনে ভোটার উপস্থিতি নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। 

তার মতে, এই দায়িত্ব প্রার্থীদের ওপর বর্তায়।

আসন্ন চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে আজ রোববার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইসি আনিছুর বলেন, 'ভোটার উপস্থিতি নিশ্চিত করা ইসি বা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দায়িত্ব নয়। এ বিষয়ে প্রার্থীদের ভালোভাবে প্রচারণা চালানো উচিত।'

তিনি আরও বলেন, 'কয়েক মাস পর দ্বাদশ জাতীয় নির্বাচন হওয়ার কারণে সদ্য সমাপ্ত উপনির্বাচনে ভোটাররা তেমন আগ্রহ দেখায়নি।'

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট পড়েছে ১১ দশমিক ৫১ শতাংশ।

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন আগামী ৩০ জুলাই হওয়ার কথা।

নির্বাচন কমিশনার আনিছুর বলেন, 'চট্টগ্রাম-১০ উপনির্বাচনের প্রস্তুতি প্রায় শেষ। সিসিটিভি বসানোর কাজ চলছে। আশা করি এখানে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে।'

ঢাকা-১৭ উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনা 'অপ্রত্যাশিত' উল্লেখ করে তিনি বলেন, 'ভোটের শেষ সময়ে এ ঘটনা ঘটেছে। এটা নিয়ে অনেক ধরনের মতামত আছে। বরিশালেও আরেকটি ঘটনা ঘটেছিল। এগুলো নিন্দনীয়। এসব ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English
govt to drop wilful defaulter tag

Govt to drop wilful defaulter tag

Amendments to Bank Company Act also propose smaller boards, reducing family control

12h ago