আজ নির্বাচনী প্রতীক বরাদ্দ, শুরু হচ্ছে প্রচারণা

নির্বাচনী প্রচারণা
ফার্মগেট এলাকায় ঢাকা-১২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান খানের প্রচারণায় পোস্টার টাঙানো হয়েছে। ছবি: স্টার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ হবে আজ সোমবার। একইসঙ্গে আজই শুরু হচ্ছে নির্বাচনী প্রচারণা।

নির্বাচন কমিশন (ইসি) গত ১৫ নভেম্বর তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

যাচাই-বাছাই ও আপিল নিষ্পত্তি শেষে গতকাল রোববার ইসি জানায়, ২৭ রাজনৈতিক দলের মোট ১ হাজার ৮৯৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।  

প্রতীক বরাদ্দ হওয়ার আগের দিন গতকাল আওয়ামী লীগ ও তার শরীক দলগুলো এবং জাতীয় পার্টির প্রার্থী নির্ধারণ শেষ হয়।

ক্ষমতাসীন আওয়ামী লীগ শরিক ১৪ দলকে ৬টি, জাতীয় পার্টিকে ২৬ আসনে ছাড় দিয়ে ২৬৩ আসনে প্রার্থী দিয়েছে।

আওয়ামী লীগ ও শরিক দলের প্রার্থীরা নৌকা এবং জাতীয় পার্টি লাঙল প্রতীকে নির্বাচন করবেন।

ইতোমধ্যে প্রার্থীরা প্রচারণা শুরু করে দিয়েছেন। গতকাল রাত থেকেই বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের নৌকার পোস্টার টাঙাতে দেখা গেছে। 

 

তবে, নির্ধারিত তারিখের আগে বিভিন্ন নির্বাচনী সভার আয়োজন করায়, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থীদের শোকজ ও তলব করেছে ইসি।

এবারের নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, যাচাই-বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর।

মোট ২ হাজার ৭১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে ৭৪৭ জন ছিলেন স্বতন্ত্র প্রার্থী।

 

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

2h ago