হৃদরোগে চমেক চিকিৎসকের মৃত্যু

ডা. সাইফুদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। ওই চিকিৎসকের নাম ডা. সাইফুদ্দিন আহমেদ (৩৮)। তিনি চমেক হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডে রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান জানান, আজ সকাল সাড়ে ১১টায় কর্তব্যরত অবস্থায় ডা. সাইফুদ্দিনের বুকে ব্যথা অনুভব হয়। এরপর দ্রুতই তিনি হাসপাতালের কার্ডিওলজি বিভাগে গিয়ে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটায় তার মৃত্যু হয়।

ডা. সাইফুদ্দিন আহমেদ চট্টগ্রাম মেডিকেল কলেজের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী জানান, ডা. সাইফুদ্দিন বিএমএর কেন্দ্রীয় কাউন্সিলর ছিলেন।

Comments

The Daily Star  | English

NBR plans to roll back tax benefits for exporters

The prospect of reduced tax benefits has rattled exporters, already wrestling with shifting global trade dynamics, including fresh US tariffs

12h ago