খাগড়াছড়িতে ইউপিডিএফের আধা বেলা সড়ক অবরোধ চলছে

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক অংথুই মারমা ওরফে আগুনকে (৫২) হত্যার প্রতিবাদে জেলার ৫ উপজেলায় আধা বেলা সড়ক অবরোধ কর্মসূচি চলছে।
খাগড়াছড়ি
স্টার অনলাইন গ্রাফিক্স

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক অংথুই মারমা ওরফে আগুনকে (৫২) হত্যার প্রতিবাদে জেলার ৫ উপজেলায় আধা বেলা সড়ক অবরোধ কর্মসূচি চলছে।

আজ রোববার ভোর থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে গুইমারা, রামগড়, মাটিরাঙ্গা, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলার বিভিন্ন জায়গায় সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটারদের পিকেটিং করতে দেখা গেছে। খাগড়াছড়ি থেকে ঢাকা-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ আছে।

ইউপিডিএফের খাগড়াছড়ি জেলার সংগঠক অংগ্য মারমা দ্য ডেইলি স্টারকে বলেন, 'অবরোধ কর্মসূচির ভেতর দিয়ে আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।'

গত শুক্রবার সকাল ১০টার দিকে গুইমারা উপজেলায় দেওয়ানপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইউপিডিএফের সংগঠক অংথুই মারমা। তিনি উপজেলার বুদং পাড়ার কংহ্লাউ মারমার ছেলে এবং দীর্ঘদিন সংগঠনটির গুইমারা ইউনিটের দায়িত্বে ছিলেন।

এ ঘটনার জেরে শুক্রবার জেলার বিভিন্ন স্থানে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদিন দুপুরে রামগড় ও গুইমারা উপজেলায় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান ইউপিডিএফের সমর্থকরা।

Comments