কুয়াকাটায় পর্যটকের ঢল

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটক বাড়ছে। বিশেষ করে ছুটির দিনগুলোতে পর্যটকের চাপে হোটেলগুলোতে কক্ষ সংকট দেখা দেয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। দুর্গাপূজা ও ঈদে মিলাদুন্নবীসহ টানা ৫ দিনের সরকারি ছুটিতে পর্যটকের ঢল নেমেছে কুয়াকাটায়।
কুয়াকাটা সৈকত
সরকারি ছুটির দিনে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটক বেড়েছে। শনিবার বিকেলে তোলা ছবি। ছবি: সোহরাব হোসেন/ স্টার

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটক বাড়ছে। বিশেষ করে ছুটির দিনগুলোতে পর্যটকের চাপে হোটেলগুলোতে কক্ষ সংকট দেখা দেয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। দুর্গাপূজা ও ঈদে মিলাদুন্নবীসহ টানা ৫ দিনের সরকারি ছুটিতে পর্যটকের ঢল নেমেছে কুয়াকাটায়।

তবে অনেকেই হোটেলে রুম না পেয়ে আশেপাশের বাসাবাড়ি এমনকি বাসেও রাত কাটাচ্ছেন।

গোপালগঞ্জ থেকে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছেন আমির হোসেন। তিনি বলেন, আমরা সরকারি ছুটি পেলেই কুয়াকাটায় আসি। কিন্তু প্রতিবারই হোটেলে রুম না পেয়ে ভোগান্তিতে পড়তে হয়। অতিরিক্ত টাকা দিয়ে রুম নিতে হয়েছে। কিন্তু এবারের পরিস্থিতি আরও ভিন্ন। অতিরিক্ত টাকা দিয়েও কোথাও রুম পাওয়া যায়নি। তাই বন্ধুরা মিলে বাসের মধ্যেই রাত যাপন করছি।

কুয়াকাটা সৈকত
টানা ৫ দিনের সরকারি ছুটিতে পর্যটকের ঢল নেমেছে কুয়াকাটায়। ছবি: সোহরাব হোসেন/ স্টার

আবাসিক হোটেল সাগরকন্যার ব্যবস্থাপক মো. ইব্রাহিম বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে এখানে পর্যটক বাড়ছে। বিশেষ করে ছুটির দিনগুলোতে কুয়াকাটায় আসা পর্যটকদের আবাসন সুবিধা দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।

কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোতালেব শরীফ জানান, টানা ছুটিতে এবারে কুয়াকাটায় পর্যটকের সংখ্যা অনেক বেড়েছে। হোটেলে-মোটেলগুলো শতভাগ বুকিং হয়েছে এবং পর্যটন সম্পর্কিত ব্যবসায়ীরাও লাভবান হচ্ছেন।

কুয়াকাটার পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর কুয়াকাটায় অনেক পর্যটক বেড়েছে। ছুটির দিনগুলোতে পর্যটকদের পদচারণায় মুখর থাকে কুয়াকাটা। পর্যটকদের নিরাপত্তা দিতে কুয়াকাটা পৌরসভা সতর্ক দৃষ্টি রাখছে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক বলেন, কুয়াকাটায় আগে বর্ষার সময় তেমন লোক থাকত না। এখন সব সময়ই প্রচুর পর্যটক আসে এবং আমরা তাদের নিরাপত্তায় নিয়োজিত আছে। পর্যটন স্পটগুলোতে আমাদের টহল জোরদার করেছি।

Comments