খুলনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ২ মামলা, আসামি ৪২৯

খুলনা

খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে মারধর, হামলা ও ভাঙচুরের অভিযোগে ২টি মামলা হয়েছে। 

গতকাল শনিবার রাতে করা এসব মামলায় ৫৯ জনের নাম উল্লেখসহ আসামি করা হয়েছে ৪২৯ জনকে।

দুই মামলার একটিতে আসামি করা হয়েছে ১৫০ থেকে ১৭০ জনকে, অন্যটিতে আসামি করা হয়েছে ৫৯ জনের নামসহ ২৫৯ জনকে।

শনিবার বিএনপির সমাবেশের দিন খুলনা রেলস্টেশনে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় যশোর থেকে আসা নেতা-কর্মীদের। এ ঘটনায় খুলনা রেলস্টেশনের মাস্টার বাদী হয়ে একটি মামলা করেছেন খুলনার জিআরপি থানায়। এই মামলায় অজ্ঞাতপরিচয় ১৫০ থেকে ১৭০ জনকে আসামি করা হয়েছে।

রেলওয়ে পুলিশের এসপি রবিউল হাসান ডেইলি স্টারকে বলেন, 'সরকারি কাজে বাধা প্রদান, হুকুম অমান্য করা এবং ভাঙচুর করার ঘটনায় রাতে অজ্ঞাতনামা ১৫০ থেকে ১৭০ জন নেতাকর্মীর নামে মামলা হয়েছে।' 

'যেহেতু রেলস্টেশন একটি রাষ্ট্রীয় সম্পদ। এর রক্ষাণাবেক্ষণের দায়িত্ব সবার', বলেন তিনি। 

অন্যদিকে খুলনা শহরের দৌলতপুর থানার নতুন রাস্তা মোড় এলাকার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে হামলার অভিযোগে ২৫৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে ৫৯ জনের নাম মামলায় উল্লেখ করা হয়েছে।

৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক কাজী মোবাক্ষের মামলাটি করেছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতপরিচয় ১৫০ থেকে ৬০ জন শনিবার দুপুরে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ অফিসে হামলা চালায়। সেই সময়ে তারা একাধিক নেতাকর্মীকে মারধর করে।\

বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন খুলনার নেতারা।

আজ রোববার এক প্রেস কনফারেন্সে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, 'সমাবেশ বানচাল করার জন্য ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাররা প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ হকিস্টিক, রামদা, লোহার রড, লাঠিসোঁটা নিয়ে সমাবেশে আসা বিএনপির নেতা-কর্মীদের ওপর নগ্ন হামলা চালিয়েছে। সন্ত্রাসীরা খুলনাসহ আশপাশের এলাকায় ৫ শতাধিক নেতা-কর্মীকে আহত করেছে। তারা ব্যবসাপ্রতিষ্ঠান, বাড়িঘরও ভাঙচুর করেছে।' 

'কর্মসূচি সফল করতে আমরা সমাবেশের আগেই একাধিক দফায় পুলিশ প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সহায়তা চেয়েছিলাম। আমাদের পুলিশ কমিশনার আশ্বাসও দিয়েছিলেন। কিন্ত তারা প্রতিশ্রুতি রাখতে পারেননি। পরিবহন বন্ধ করা হয়েছে। লঞ্চ চলাচল, ট্রলার চলাচল বন্ধ করা হয়েছে। খুলনা আসার পথে নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা হয়েছে, বলেন তিনি।

'আবার আমাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। পুলিশ বিএনপি নেতাদের বাড়িবাড়ি গিয়ে ভয়ভীতি প্রদর্শন ও মামলায় আসামি করার হুমকি দিচ্ছে, গ্রেপ্তার করছে,' তিনি যোগ করেন। 

 

Comments

The Daily Star  | English
Rizvi criticizes PR system in elections

PR system a threat to democracy: Rizvi

Under the PR system, the party, not the people, will choose MPs, he says

2h ago