বাংলাদেশ

সিত্রাংয়ের আঘাতে এখনো বিদ্যুৎহীন বাগেরহাট

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনো বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি বাগেরহাট জেলায়। বিদ্যুৎ সরবরাহ কখন স্বাভাবিক হবে তা নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্টার অনলাইন গ্রাফিক্স

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনো বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি বাগেরহাট জেলায়। বিদ্যুৎ সরবরাহ কখন স্বাভাবিক হবে তা নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শরণখোলা উপজেলার খোন্তাকাটা এলাকার বাসিন্দা নাজমুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, গত রাতে বিদ্যুৎ চলে গেছে, এখনো আসেনি।

বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শরীফ আল মামুন সদর বলেন, ঝড়ো বাতাসে বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি ও সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আমরা বিদ্যুৎ লাইন সচল করতে পারছি না। আবহাওয়া পরিস্থিতি ভালো হলে দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্ত লাইন সংস্কারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক বলেন, ঝড়ের প্রভাবে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়ে সরবরাহ বন্ধ রয়েছে। দ্রুততম সময়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

Comments

The Daily Star  | English

Manchester City win the Champions League

Manchester City ended a sensational season by beating Inter Milan 1-0 to win the Champions League for the first time and complete the treble on a Saturday evening of frayed nerves.

50m ago