রেলওয়ের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে: রেলমন্ত্রী

নূরুল ইসলাম সুজন | ছবি: সংগৃহীত

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ট্রেনের পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি বলেন, রেলপথ, ট্রেন ও রেলওয়ে স্টেশনের বিভিন্ন স্থানে সাদা পোশাকের কর্মকর্তা ও বাহিনী মোতায়েন করে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। যেন আগাম (গোয়েন্দা তথ্য) তথ্য সংগ্রহ করা যায়।

আজ সোমবার সংসদে নোয়াখালী-৩ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরনের প্রশ্নের লিখিত জবাবে রেলমন্ত্রী এসব কথা জানান।

রেলমন্ত্রী বলেন, রেলে নাশকতা মোকাবিলার পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেল পুলিশ সব সময় সতর্ক থাকে।

তিনি বলেন, রেলে অজ্ঞান পার্টি এবং মলম পার্টির মতো বিভিন্ন অপরাধী গ্যাংয়ের চুরি, ডাকাতি ও অপরাধমূলত কার্যকলাপ রোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধ করতে বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং সভার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি পেয়েছে।

নূরুল ইসলাম সুজন রেলওয়ে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কয়েকটি উদ্যোগের কথা তুলে ধরেন।

তিনি বলেন, যেহেতু উদ্যোগগুলো বাস্তবায়ন করা হচ্ছে, তাই রেলওয়েতে জননিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে এবং মানুষ স্বাচ্ছন্দ্যে রেলে যাতায়াত করতে পারবেন।

Comments

The Daily Star  | English

CA appoints 3 new special assistants with state ministerial rank

Hours after induction three more advisers to the interim government, Chief Adviser Prof Muhammad Yunus appointed three special assistants equivalent to state minister portfolio

3h ago