গুলশানে খালেদা জিয়ার বাড়ির সামনে পুলিশের চেকপয়েন্ট

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ির সামনে চেকপোস্ট বসিয়েছে পুলিশ।
গুলশানে খালেদা জিয়ার বাড়ির সামনে পুলিশের চেকপোস্ট। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ির সামনে চেকপয়েন্ট বসিয়েছে পুলিশ।

আজ শনিবার রাতে এই চেকপয়েন্ট বসানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'মাদক ব্যবসায়ী, জঙ্গি ও অপরাধীদের ধরতে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। এর অংশ হিসেবে গুলশান এলাকায়ও তল্লাশি চৌকির সংখ্যা বাড়ানো হয়েছে।'

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খানও বিষয়টি ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

 

Comments