আজ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা

ছবি: আকলাকুর রহমান আকাশ/স্টার

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে আজ রোববার থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

আজ সকালে জাতীয় স্মৃতিসৌধের মুল ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ টানিয়েছেন কর্তৃপক্ষ।

নোটিশে বলা হয়, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ভিআইপি নিরাপত্তা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত স্মৃতিসৌধে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। বিজয় দিবসকে সামনে রেখে জাতীয় স্মৃতিসৌধে আজ থেকে শুরু হয়েছে ৩ বাহিনী সদস্যদের কুচকাওয়াজসহ মোটরসাইকেল মহড়ার প্রস্তুতি, যা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। সকাল থেকে শুরু হয়েছে জাতীয় স্মৃতিসৌধ ধোয়া-মোছাসহ সৌন্দর্যবর্ধনের কাজ।

গণপূর্ত বিভাগের সাভার জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ধোয়া-মোছা ও সৌন্দর্যবর্ধনের কাজ আজ থেকে শুরু হয়েছে। প্রায় দেড়শ জন কাজ করছেন। ১৬ ডিসেম্বরের কার্যক্রম সফল করতে স্মৃতিসৌধ এলাকায় আজ থেকে আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত গোয়েন্দা বাহিনীর বিশেষ তৎপরতা বাড়ানো হয়েছে। স্মৃতিসৌধে ১৫ ডিসেম্বর পর্যন্ত জনসাধারণে প্রবেশে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Suspected robbers attack police camp on the Meghna

Suspected robbers launched an assault on a newly established police camp in Munshiganj’s Gajaria upazila yesterday, sparking a gunfight between them and law enforcers yesterday.

7h ago