‘মানবেতর রাত কাটিয়েছি, কিন্তু মাঠ ছেড়ে যাইনি’

গোলাপবাগ মাঠের প্রবেশমুখে বিভিন্ন জায়গায় এলোমেলোভাবে শুয়ে ছিলেন জনা পঞ্চাশেক বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী। 
গোলাপবাগ মাঠের প্রবেশমুখে শুয়ে ছিলেন বিএনপির নেতা-কর্মীরা। ছবি: স্টার

গোলাপবাগ মাঠের প্রবেশমুখে বিভিন্ন জায়গায় এলোমেলোভাবে শুয়ে ছিলেন জনা পঞ্চাশেক বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী। 

তাদের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে মাঠের প্রবেশমুখে রাস্তায় চাটাইয়ের ওপরে শুয়ে রাত পার করেছেন।

নাটোরের লালপুর থানার ছাত্রদল নেতা নূর আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাতে ট্রেনে করে ঢাকায় ঢুকেছি। এরপর বিভিন্ন বাধা পেরিয়ে মাঠের সামনে এসেছি। কয়েকজন মিলে চাটাই যোগাড় করে এর ওপর শুয়েই রাত পার করেছি।'

গাইবান্ধা থেকে আসা আরেক নেতা মিনজু মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভাই মানবেতর রাত কাটিয়েছি। কিন্তু মাঠ ছেড়ে যাইনি। যদি পুলিশ বা ছাত্রলীগ মাঠ দখল করে সেই ভয়ে সারারাত মাঠ পাহারা দিছি।'

গোলাপবাগ মাঠের প্রবেশমুখে শুয়ে ছিলেন বিএনপির নেতা-কর্মীরা। ছবি: স্টার

চাটাইয়ের ওপরে কোনমতে রাত কাটালেও খাবার সংকটে ছিলেন বলে জানান নাটোরের লালপুর এলাকা থেকে আসা আরেক নেতা আল আমিন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'সরকার আমাদের সমাবেশ বানচালের জন্য সব ধরনের বাঁধা দিচ্ছে। সব বাঁধা পেরিয়ে মাঠে আসলেও এখানে আশপাশের সব হোটেল বন্ধ ছিল। ফলে সঙ্গে থাকা খেজুর খেয়ে রাত পার করেছি।

 

 

Comments