বিদেশি কূটনীতিকদের আচরণে কষ্ট পেয়েছি: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক। স্টার ফাইল ছবি

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের আচরণে কষ্ট পেয়েছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক।

মানবাধিকার দিবস উপলক্ষে আজ শনিবার ঢাকায় একটি হোটেলে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি অবশ্যই তাদের আচরণে দুঃখ পেয়েছি। কোনো ব্যাপারে তারা যখন কথা বলেন তার আগে তার রাষ্ট্রের অবস্থান এবং সেই রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের গভীরতা বিবেচনা করে কথা বলবেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ দলটির বেশ কয়েকজন নেতাকে কারাগারে পাঠানোর ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এটুকু আপনাদের দৃঢ়ভাবে বলতে পারি যে আইন তার নিজের গতিতে চলবে এবং সরকার সেখানে কোনো হস্তক্ষেপ করবে না এবং করে না।

আইনমন্ত্রী আরও বলেন, 'আমি এটাও বলেছি রাস্তাঘাট বন্ধ করে সমাবেশ করাটা মানবাধিকারের লক্ষণ না। তাদের দেশ বিরাট মানবাধিকার লঙ্ঘনকারীদের আশ্রয় দিচ্ছে। তাদেরকে দেশে ফিরিয়ে আনা কঠিন তবে আমরা চেষ্টা করছি।'

 

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

5h ago