টাঙ্গাইলে বগি লাইনচ্যুতির ঘটনায় ৮ ট্রেনের যাত্রা বাতিল

টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌তে মালবা‌হী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় বি‌ভিন্ন স্টেশ‌নে ট্রেন আটকা প‌ড়ে। এতে চরম দুর্ভো‌গে প‌ড়েন যাত্রীরা। ছবিটি মঙ্গলবার ঢাকার কমলাপুর স্টেশ‌ন থেকে তোলা। ছবি: পলাশ খান

টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ঢাকা থেকে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের ৮টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। গতরাতে টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ে গন্তব্যে পৌছুতে না পারায় এই ট্রেনগুলোর যাত্রা বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে।

যে ট্রেনগুলোর যাত্রা বাতিল হয়েছে তার মধ্যে আছে রাজশাহী অভিমুখী সিল্কসিটি এক্সপ্রেস, লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস, রংপুরগামী রংপুর এক্সপ্রেস, কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস, পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস, নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস, যশোরগামী বেনাপোল এক্সপ্রেস ও টাঙ্গাইল কমিউটার ট্রেন।

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা) খায়রুল কবির দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল রাত ১১টায় কালিহাতিতে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ট্রেনগুলো সময়মতো ঢাকায় পৌঁছাতে পারেনি। এ কারণে আটটি ট্রেনের আজকের যাত্রা বাতিল করা হয়েছে।

ওই ঘটনার কারণে আরও বেশ কয়েকটি ট্রেন ৩-৪ ঘণ্টা বিলম্বে চলাচল করতে পারে বলেও জানান তিনি।

গতকাল রাতে উত্তরবঙ্গ থেকে আসা মালবাহী ট্রেনের একটি বগি রাজবাড়ী ক্রসিংয়ে এসে লাইনচ্যুত হয়। এর প্রায় ১০ ঘণ্টা পর আজ সকালে ওই লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Comments

The Daily Star  | English

Anatomy of BGB shootings in Rampura

It was 6:14pm on Friday, July 19, 2024. Two Border Guard Bangladesh (BGB) personnel were advancing into Banasree G Block in Dhaka.

13h ago