পদ্মা সেতু ও বঙ্গবন্ধু মহাসড়কে ৩ কিলোমিটার যানজট

টোল প্লাজা থেকে শ্রীনগরের দোগাছি পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার এলাকায় গাড়ি ধীরগতিতে চলছে। ছবি: স্টার

পদ্মা সেতুর উপর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে দক্ষিণাঞ্চলমুখী লেনে ৩ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, টানা ৩ দিন সরকারি ছুটির কারণে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় এই যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে, পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজায় ধীরগতিতে টোল আদায় করাও মহাসড়কে যানজট সৃষ্টির কারণ। দুপুরের দিকে পদ্মা সেতুর উপরে যান চলাচল স্বাভাবিক হলেও মহাসড়কে যানজট আছে।

আজ সকাল থেকেই মাওয়া প্রান্তের পদ্মা সেতু টোল প্লাজায় যানবাহনের চাপ দেখা যায়। একসঙ্গে অনেক গাড়ির চাপের কারণে টোল প্লাজা থেকে শ্রীনগরের দোগাছি পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার এলাকায় গাড়ি ধীরগতিতে চলছে।

মুন্সিগঞ্জ ট্রাফিক পরিদর্শক (টিআই) বজলুল রহমান জানান, শুক্রবার সকালে পদ্মা সেতুর উপরে একটি মাইক্রোবাস সেতুর ৩৩ নং পিলারের কাছে বিকল হয়। পরে সাড়ে ১১ টার দিকে ক্রেন দিয়ে সরিয়ে নেওয়া হয়। গাড়ি বিকল হওয়ায় সেতুতে যানবাহনে চাপ ছিল। পরে তা স্বাভাবিক হয়েছে।

পদ্মা সেতু উত্তর থানার পরিদর্শক (ওসি) আলমগীর হোসেন জানান, যানবাহনের অতিরিক্ত চাপের কারণে মহাসড়কে কিছুটা ধীরগতি রয়েছে। টানা ৩ দিন ছুটির কারণে দক্ষিণাঞ্চলে যানবাহনের চাপ বেড়েছে বলে জানান তিনি। ধীরগতি থাকলেও কোনো বিড়ম্বনা নেই বলে দাবী করেন তিনি।

মাওয়া ট্রাফিক পরিদর্শক জিয়াউল হায়দার জানান, ছুটির কারণে অতিরিক্ত যানবাহনের চাপে যানজট সৃষ্টি হয়েছে। পাশাপাশি পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার ৬টি বুথের মধ্যে ২টি বুথ উন্নয়ন কার্যক্রমের জন্য বন্ধ রাখায় টোল আদায়ে ধীর গতি ছিল। সে কারণেও মহাসড়কে যানবাহনের ধীর গতিতে চলে।

Comments

The Daily Star  | English

Foreign observers who endorsed past three polls won’t be allowed: CEC

Experienced and reliable observers will be permitted to monitor the upcoming national election, he says

51m ago