আখেরি মোনাজাতের ভেতর দিয়ে শেষ হলো প্রথম পর্বের বিশ্ব ইজতেমা

মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের ভেতর দিয়ে শেষ হলো তাবলিগ জামাতের ৩ দিনের সম্মিলন বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
ইজতেমা মাঠ ও আশপাশে অবস্থানরত লাখো ধর্মপ্রাণ মানুষ এই মোনাজাতে অংশ নেন। ছবি: প্রবীর দাশ/স্টার

মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের ভেতর দিয়ে শেষ হলো তাবলিগ জামাতের ৩ দিনের সম্মিলন বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

তুরাগ তীরের ইজতেমা মাঠ ও সংলগ্ন সড়কগুলোতে জড়ো হওয়া লাখো ধর্মপ্রাণ মুসল্লি এই মোনাজাতে অংশ নেন। সকাল ৯টা ৫৮ মিনিট থেকে ১০টা ২৫ মিনিট পর্যন্ত ২৭ মিনিট স্থায়ী এই মোনাজাত পরিচালনা করেন  তাবলিগ জামায়াতের সুরা সদস্য মো. জোবায়ের হাসান।

এ সময় অনেককে আশপাশের বাড়ির ছাদ, থেমে থাকা যানবাহন এবং নিজ নিজ অবস্থান থেকে মোনাজাতে অংশ নিতে দেখা যায়।

এর আগে হেদায়তী বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান।

ছবি: প্রবীর দাশ/স্টার

তাবলিগ জামাতের বিবদমান বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে।

এবার মাওলানা জোবায়েরের অনুসারীরা প্রথম পর্বে ১৩ জানুয়ারি থেকে ইজতেমা পরিচালনা করেন। মাওলানা সা'দ পক্ষের অনুসারীরা ২০-২২ জানুয়ারি ইজতেমা পরিচালনা করবেন। ওই পর্বের শেষ তিনেও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

ছবি: প্রবীর দাশ/স্টার

গত ১৩ জানুয়ারি প্রথম পর্বের ইজতেমা শুরুর ২ দিন আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা মাঠে পৌঁছাতে শুরু করেন। একদিন আগেই পূর্ণ হয়ে যায় মাঠ।

এবার প্রথম পর্বের ইজতেমায় গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বার্ধক্য ও শ্বাসকষ্টজনিত রোগে মোট ৭ জন মুসল্লির মৃত্যু হয়েছে।

 

Comments