চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ মারা গেছেন

চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য ও ক্ষমতাসীন আওয়ামী লীগের চট্টগ্রাম (দক্ষিণ) জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ (৭৫) ক্যানসারে মারা গেছেন।
সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ
মোছলেম উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য ও ক্ষমতাসীন আওয়ামী লীগের চট্টগ্রাম (দক্ষিণ) জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ (৭৫) ক্যানসারে মারা গেছেন।

তিনি গতকাল রোববার রাত ১১টা ৫০ মিনিটের দিকে ঢাকার একটি হাসপাতালে মারা যান।

তার প্রথম জানাজা নামাজ আজ সোমবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

মোছলেম উদ্দিন আহমদের ভাগনে এজাজ মাহমুদ দ্য ডেইলি স্টারকে জানান, সংসদ সদস্যের মরদেহ আজ চট্টগ্রামে নিয়ে আসা হবে।

তিনি আরও জানান, মোছলেম উদ্দিন আহমদের দ্বিতীয় জানাজা আগামীকাল মঙ্গলবার সকালে বোয়ালখালী উপজেলার গমদান্দি পাইলট স্কুল মাঠে ও তৃতীয় জানাজা বন্দরনগরীর জামিয়াতুল ফালাহ মসজিদে আসর নামাজের পর অনুষ্ঠিত হবে।

সেদিন সন্ধ্যায় তাকে গরিবুল্লাহ শাহ মাজারের কবরস্থানে দাফন করা হবে।

Comments