দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ, জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী

দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ বলে গত বছরের জুলাইয়ে জনশুমারির তথ্যে জানানো হয়েছিল। 
স্টার ফাইল ফটো

দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ বলে গত বছরের জুলাইয়ে জনশুমারির তথ্যে জানানো হয়েছিল। 

তবে চূড়ান্ত হিসেবে দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ বলে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম জানিয়েছেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপের তথ্য যাচাই শেষে আজ সোমবার এনইসি অডিটোরিয়ামে পরিকল্পনা প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

গত বছরের ২৭ জুলাই জনসংখ্যা ও আবাসন শুমারি-২০২২ এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছিল, দেশের মোট জনসংখ্যা মধ্যে পুরুষ ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন, নারী ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন এবং হিজড়া ১২ হাজার ৬২৯ জন।

Comments