তেলেগু কলোনির বাসিন্দাদের উচ্ছেদ নির্দেশে এমজেএফের উদ্বেগ

রাজধানীর ধলপুরের তেলেগু কলোনির বাসিন্দাদের কলোনি ছেড়ে চলে যাওয়ার নির্দেশের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।

রাজধানীর ধলপুরের তেলেগু কলোনির বাসিন্দাদের কলোনি ছেড়ে চলে যাওয়ার নির্দেশের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।

আজ রোববার এক বিবৃতিতে এমএজেএফ জানায়, কোনো বিকল্প ব্যবস্থা না করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পক্ষ থেকে তেলেগুভাষী সম্প্রদায়কে উচ্ছেদ করতে যাওয়াটা বেআইনি, অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারমূলক।

এমজেএফ এর নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, 'যাত্রাবাড়ী থানার পক্ষ থেকে কলোনির মাতব্বরদের থানায় এনে সিটি করপোরেশনের নির্দেশনা অক্ষরে অক্ষরে মেনে চলার ও এর বিরুদ্ধে কোনো ধরনের প্রতিবাদ কর্মসূচি করা যাবে না বলে যে নিদের্শ দেওয়া হয়েছে, এমজেএফ সেটিকেও গণতন্ত্রের পরিপন্থী বলে মনে করে। এমজেএফ দীর্ঘ ২০ বছর ধরে বিভিন্ন পর্যায়ে দলিত ও হরিজনদের অধিকার রক্ষায় লড়াই করে যাচ্ছে। আমরা কলোনি উচ্ছেদের আগে কলোনির বাসিন্দাদের পুনর্বাসনের ব্যবস্থা দাবি করছি।'

Comments