মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনাবিরোধীদের শাস্তি দিতে আইন করার প্রস্তাব মন্ত্রীর

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনার বিরুদ্ধে যারা কথা বলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি নতুন আইন করার প্রস্তাব দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনার বিরুদ্ধে যারা কথা বলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি নতুন আইন করার প্রস্তাব দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ রোববার জাতীয় সংসদ সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৪৭ বিধিতে উত্থাপন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্থাপিত প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, 'মিথ্যাচার, ইতিহাস বিকৃতি, স্বাধীনতার বিরুদ্ধাচারণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ না থাকলে রাষ্ট্র হুমকির মুখে পড়তে পারে। নতুন আইন হওয়া উচিত, যাতে মিথ্যাচার, স্বাধীনতা বিরুদ্ধাচারণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়।'

তিনি বলেন, 'আমি শুনেছি ল' কমিশন নাকি এ ধরনের একটি আইনের প্রস্তাবনা দিয়েছে। এ আইনটিকে যাতে জাতিকে সেফ গার্ডে রাখার জন্য এ সংসদে পাস করা যায়, সে আহ্বান জানাবো।'

বিএনপিকে ইঙ্গিত করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, 'সংসদ অকার্যকর করার জন্য গত দুটি নির্বাচন তারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছিল। তারা বাংলাদেশকে একটি অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত করছে। শুধু তারা চক্রান্তই করছে না, যারা এ সংসদকে বিশ্বাস করে না, দেশি-বিদেশি চক্রান্তকারীদের মুখপাত্র হিসেবে তারা এ কাজ করছে।'

'আমি মনে করি সংসদ যেহেতু সমস্ত কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, তাই এখানে মিথ্যাচার-ইতিহাসের বিকৃতি, তারা যখনই সময় পায় তখনি সে প্রচেষ্টা চালায়। এই রাষ্ট্রের সার্বভৌমত্ব আরও বেশি হুমকির মুখে পড়বে। প্রধানমন্ত্রী যেহেতু জেল হত্যা ও বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন, তিনিই দেশ বিরোধী স্বাধীনতা বিরোধীদের শাস্তির জন্য এ আইনটি করতে পারেন,' বলেন তিনি।

Comments