টেলিটকের নেটওয়ার্ক বাড়াতে ব্যবস্থা নিন: মন্ত্রণালয়কে সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটকের সেবা উন্নত করতে নেটওয়ার্ক সম্প্রসারণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
টেলিটক
ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটকের সেবা উন্নত করতে নেটওয়ার্ক সম্প্রসারণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

আজ রোববার জাতীয় সংসদ ভবনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে টেলিটকের নেটওয়ার্ক বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে নির্দেশ দেয় কমিটি।

কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, রেজওয়ান আহাম্মদ তৌফিক, আহমেদ ফিরোজ কবির, মনিরা সুলতানা, জাকিয়া পারভীন খানম, অপরাজিতা হক এবং শাহদাব আকবর।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন।

বৈঠকে কমিটির সদস্যরা বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং কমিটির আগের সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করেন।

নির্ধারিত সময়ের মধ্যে হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অধীনে দেশের বিভিন্ন স্থানে নির্মিত আইটি প্রশিক্ষণ ইনকিউবেশন সেন্টারের নির্মাণ কাজ শেষ করার জন্য সুপারিশ করে কমিটি।

Comments