৬ ঘণ্টা দেরিতে ছাড়ল সোনার বাংলা ট্রেন
নতুন ট্রেন তৈরি করতে সময় লাগায় নির্ধারিত সময়ের প্রায় ৬ ঘণ্টা পর চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন।
সোমবার রাত ১১টা ১০ মিনিটের দিকে ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায় বলে জানিয়েছেন চট্টগ্রাম স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, গতকাল রোববার কুমিল্লার হাসানপুর স্টেশনে দুর্ঘটনায় পড়ে সোনার বাংলা ট্রেনটি। ফলে ইঞ্জিনসহ ৭টি বগি ক্ষতিগ্রস্ত হয়। তাই আজকে নতুন ইঞ্জিন সংযুক্ত করতে হয়েছে। ফলে নতুন ট্রেনটি প্রস্তুত করতে সময় লেগেছে। এ জন্য বিকেল ৫টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি প্রায় ৬ ঘণ্টা দেরিতে ছেড়েছে।
কুমিল্লায় দুর্ঘটনার পর থেকে চট্টগ্রাম-ঢাকা-সিলেট-ময়মনসিংহ রুটে ট্রেনের শিডিউল বিপর্যয় হচ্ছে।
গতকাল সোমবার সকালে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ও ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসরও শিডিউল বিপর্যয় হয়েছে।
Comments