নির্বাচন কমিশন বিএনপির কাছে পরীক্ষা দিতে প্রস্তুত: ইসি আলমগীর

মো. আলমগীর। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের পরীক্ষা নিতে বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

তিনি বলেন, আমরা (নির্বাচন কমিশন) এখন পর্যন্ত ভালো কাজ করছি এবং ভবিষ্যতেও ভালো কাজ করব। নির্বাচনে এসে আমাদের পরীক্ষা নিতে আপনাদের (বিএনপি) আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আমাদের পরীক্ষা নিচ্ছেন না। পরীক্ষা না নিয়ে আপনারা কীভাবে জানলেন আমরা ফেল করব? আমরা সবসময় পরীক্ষা দিতে প্রস্তুত।

রাজধানীর নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মো. আলমগীর।

জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করার সিদ্ধান্তকে রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করেন তিনি।

বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি কখনোই বলেনি বর্তমান নির্বাচন কমিশনের প্রতি তাদের আস্থা নেই।

তিনি বলেন, আমরা এখন পর্যন্ত ভালো কাজ করছি এবং ভবিষ্যতেও করব। আমাদের সবসময় আহ্বান থাকবে (বিএনপির প্রতি), নির্বাচনে অংশগ্রহণ করুন, পরীক্ষা নিন।

তার দাবি, বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপি আসছে না, এটা তাদের রাজনৈতিক কৌশল। এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা নয়।

Comments

The Daily Star  | English

Yunus for presenting true, impartial history of Liberation War

Directs all concerned to work accordingly to ensure that the real history of the Liberation War emerges through all the projects of the Liberation War affairs ministry in the coming days

8m ago