সেপ্টেম্বরে ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল শুরু: রেলমন্ত্রী

দোহাজারী-কক্সবাজার রেললাইন নির্মাণ কাজ পরিদর্শনে যান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। ছবি: সংগৃহীত

চলতি বছরের সেপ্টেম্বর মাসে ঢাকা ও কক্সবাজারের মধ্যে ট্রেনে যাতায়াত করা যাবে। এরই মধ্যে দোহাজারী থেকে কক্সবাজার রেল প্রকল্পের ৮৪ শতাংশ কাজ শেষ হয়েছে। রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন আজ মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শন শেষে রেলমন্ত্রী বলেন, দোহাজারী-কক্সবাজার রেললাইন সরকারের অগ্রাধিকার প্রকল্প। এ জন্য দ্রুতগতিতে কাজ চলছে।

রেলমন্ত্রী প্রথমে কক্সবাজার শহরতলীর লিংক রোড সংলগ্ন নির্মাণাধীন আইকনিক স্টেশন ও রামু স্টেশনের নির্মাণ কাজ পরিদর্শন করেন। এরপর চকরিয়ার ডুলাহাজার রেললাইন কাজ পরিদর্শনে যান।

রেলমন্ত্রী আরও বলেন, কক্সবাজারের ঝিংলজা ইউনিয়নে চান্দেরপাড়ায় নির্মাণাধীন ঝিনুক আকৃতির আইকনিক রেলস্টেশনটির নির্মাণ কাজ শেষ পর্যায়ে। এই স্টেশন শুধু কক্সবাজারের নয়, বাংলাদেশেরও গর্ব।

দোজাহারী-কক্সবাজার রেল প্রকল্পের পরিচালক মফিজুর রহমান জানান, করোনা মহামারি ও ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে এই রেলপথ নির্মাণে নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। এসব চ্যালেঞ্জ অতিক্রম করা সম্ভব হয়েছে। বিদেশ থেকে যেসব উপকরণ আনতে হয়েছে তাও মজুদ রয়েছে। এখন বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসলে সেপ্টেম্বরের মধ্যেই রেললাইন ট্রেন চলাচলের উপযোগী হবে।

কক্সবাজারকে রেল নেটওয়ার্কের আওতায় আনতে ১৮ হাজার ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই রেলপথ। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

The interim government is set to bring the curtain down on the Awami League as a functioning political party.

5h ago