সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং এ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ সাংবাদিকদের এই কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

দুই দিনের সফর শেষে গতকাল রাতে বাংলাদেশ ছাড়েন ওয়েইডং। এর আগে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন।

মোমেন বলেন, 'চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানান। তবে, সেই সময়ে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে নিউইয়র্কে থাকবেন।'

তাই প্রধানমন্ত্রী এ বছর চীন সফর করতে পারবেন কি না তা নিশ্চিত নয়, মোমেন বলেন।

Comments

The Daily Star  | English
Kamal Hossain calls for protecting nation

Kamal Hossain urges vigilance against obstacles to nation-building effort

"The main goal of the freedom — gained through the great Liberation War — was to establish democracy, justice, human rights and build a society free from exploitation. But we have failed to achieve that in the last 54 years," says Dr Kamal

1h ago