কয়লা আমদানি বন্ধে স্থবির পায়রা বন্দরের কার্যক্রম

কয়লা আমদানি বন্ধে স্থবির পায়রা বন্দরের কার্যক্রম
পায়রা বন্দর। ছবি: সোহরাব হোসেন/স্টার

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা আমদানি সাময়িকভাবে বন্ধ থাকার কারণে পায়রা সমুদ্রবন্দরের কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়েছে।

পায়রা বন্দর কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, এ বন্দর সবচেয়ে বেশি ব্যবহার করে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লাবাহী জাহাজ।

সম্প্রতি ডলার সংকটের কারণে কয়লার বকেয়া মূল্য পরিশোধ করতে না পারায় কয়লা আমদানি বন্ধ হয়ে যায়। এতে গত ৬ জুন বন্ধ হয়ে যায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন।

প্রায় ২০ দিন কয়লাবাহী জাহাজ না আসায় পায়রা বন্দর কর্তৃপক্ষ অন্তত ২৫ কোটি টাকার রাজস্ব বঞ্চিত হচ্ছে বলে সূত্র জানায়।

কয়লা আমদানি বন্ধে স্থবির পায়রা বন্দরের কার্যক্রম
পায়রা বন্দর। ছবি: সোহরাব হোসেন/স্টার

এ সময়ের মধ্যে মাত্র ২টি পাথরবোঝাই জাহাজ এই বন্দরে ভিড়েছে এবং পণ্য খালাস করেছে।  এতে বন্দরের রাজস্ব আয় হয়েছে প্রায় ৫৪ কোটি টাকা।

আগামী ২৫ জুন ইন্দোনেশিয়া থেকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আসার কথা আছে।

এ তথ্য জানিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প ব্যবস্থাপক শাহ আব্দুল মাওলা দ্য ডেইলি স্টারকে বলেন, 'ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে ইতোমধ্যে ৬টি জাহাজ রওনা হয়েছে এবং এগুলোর মধ্যে একটি জাহাজ ২৫ জুন তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়বে বলে আশা করছি। জাহাজটিতে ৩৭ হাজার টন কয়লা আছে।'

তিনি জানান, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য মাসে অন্তত ৩ লাখ টন কয়লা প্রয়োজন হয়।

পায়রা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'বর্তমানে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র আমাদের সবচেয়ে বড় ক্লায়েন্ট। তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত কয়লা সরাসরি বিদ্যুৎকেন্দ্রের জেটিতে নোঙর করে এবং সেখান থেকে কয়লা বিদ্যুৎকেন্দ্রের সংশ্লিষ্ট ইউনিটে সরবরাহ করা হয়।'

তিনি আরও বলেন, 'পাথর, সিমেন্টের কাঁচামালসহ কিছু পণ্য বিদেশ থেকে এই বন্দরের মাধ্যমে খালাস করা হয়। তবে পায়রা বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজ শেষ হলে বন্দরের নিজস্ব জেটি থেকেই বিভিন্ন পণ্য খালাস করা হবে।'

জানতে চাইলে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক ডেইলি স্টারকে জানান, এ বন্দরের মাধ্যমে পর্যায়ক্রমে বিদেশ থেকে সার, গাড়ি ও অন্যান্য মালামাল আমদানি-রপ্তানির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলমান আছে।

তিনি বলেন, 'প্রথম টার্মিনালের নির্মাণকাজ শেষ হলেই সেখানকার জেটিতে সরাসরি মাদার ভেসেল নোঙর করবে এবং সড়কপথে দেশের বিভিন্ন স্থানে মালামাল পরিবহন সম্ভব হবে।'

২০১৬ সালের ১৩ আগস্ট পায়রা বন্দরের আনুষ্ঠানিক পণ্য খালাস কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে বন্দরের প্রথম টার্মিনাল, ইয়ার্ড, সংযোগ সড়কসহ অবকাঠামোগত উন্নয়নের কাজ চলমান আছে।

Comments

The Daily Star  | English
rooppur-nuclear-power-plant

Gridline woes delay Rooppur Power Plant launch

The issue was highlighted during an International Atomic Energy Agency (IAEA) inspection in March

3h ago