ছাদে বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রপাতে কলেজশিক্ষার্থীর মৃত্যু

প্রচণ্ড গরমে আর এক পশলা বৃষ্টির অপেক্ষায় ছিলেন রাজশাহী কলেজের শিক্ষার্থী মো. সাহাবুল হোসেন। আজ রোববার বিকেলে নগরীর হেতেম খাঁ এলাকায় বাড়ির ছাদে বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।
রাজশাহী
স্টার ডিজিটাল গ্রাফিক্স

প্রচণ্ড গরমে আর এক পশলা বৃষ্টির অপেক্ষায় ছিলেন রাজশাহী কলেজের শিক্ষার্থী মো. সাহাবুল হোসেন। আজ রোববার বিকেলে নগরীর হেতেম খাঁ এলাকায় বাড়ির ছাদে বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে তার।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, সাহাবুল (২৬) রাজশাহী সরকারি কলেজ থেকে মাস্টার্স শেষ বর্ষের পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছিলেন। আজ বিকেল সাড়ে ৫টার দিকে ভাড়া বাড়ির ছাদে বজ্রপাতে মৃত্যু হয় তার। রাজশাহীর মোহনপুর উপজেলায় তার বাড়ি।

স্থানীয়রা তাকে ছাদ থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।

 

Comments